ভাড়া বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


ভাড়া বাড়ি থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ১৯ বছর বয়সী তাসলিমা আক্তার হিরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে।

নিহত তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর কন্যা। তিনি সাতক্ষীরা শহরের অ্যাডলিব শোরুমে কর্মরত ছিলেন এবং প্রায় এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় একটি বাসায় ভাড়া উঠেছিলেন।

বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন, “হিরা আমার বাসায় এক মাস ধরে থাকছিলেন। তিনি অ্যাডলিব শোরুমে কাজ করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে।”

স্থানীয় বাসিন্দা আছিয়া খাতুন জানান, “শুনেছি মেয়েটি গলায় দড়ি দিয়েছে। আমি এসে দেখি পুলিশ উপস্থিত ছিলেন। পরে পুলিশ আমাকে ডেকে মরদেহ নামাতে সহযোগিতা করতে বলেন।”

হিরার ভাবি মোবাইল ফোনে জানান, চাকরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকতেন। তার বাবা-মা যশোরে অবস্থান করছেন। এর আগে তারা নাভারণে থাকতেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা সাতক্ষীরায় ছুটে আসেন।

অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, “হিরা আমাদের স্টাফ ছিলেন। আজ তার অফ ডে ছিল। সকালে সে বলেছিল যশোর যাবে, তাই আমরা খোঁজ নেইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক এসে জানালে আমরা জানতে পারি। এরপর আমাদের একজন স্টাফ ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা গিয়ে দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে জানায়।”

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×