চট্টগ্রাম বন্দরে চীনা নাগরিককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক


চট্টগ্রাম বন্দরে চীনা নাগরিককে ছুরিকাঘাত, ছিনতাইকারী আটক

চট্টগ্রাম বন্দরে এক বিদেশি নাগরিকের ওপর প্রকাশ্যে ছুরিকাঘাত চালিয়ে তার মূল্যবান নথিপত্র ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, এই ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১টার দিকে বন্দরের নিয়ন্ত্রিত এলাকায় চলাফেরার সময় দুই ছিনতাইকারী হঠাৎ ওই চীনা নাগরিকের ওপর ছুরিকাঘাত চালায়।

আটককৃতদের মধ্যে একজনের নাম আকাশ (৩০) এবং অপরজন শাহাদাত হোসেন (২৫)।

চট্টগ্রাম বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আহত চীনা নাগরিক ইংরেজি ভাষা বোঝেন না। তাই তার নাম-পরিচয় এবং কর্মস্থল এখনো জানা যায়নি। হামলা কীভাবে ঘটল এবং তারা বন্দরে কীভাবে প্রবেশ করল—সেগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলার পর আহত নাগরিককে প্রথমে বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। ছিনতাইকারীরা তার পাসপোর্ট, ভিসা, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা ছিনতাইকারীদের ধাওয়া করে। স্থানীয়দের সহায়তায় একজনকে ঘটনাস্থলেই আটক করে গণধোলাই দিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। অপরজন পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাকে আহত অবস্থায় ধরে চমেকে ভর্তি করা হয়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×