মুয়াজ্জিনকে মারধর করায় মসজিদ কমিটি থেকে বহিষ্কার বিএনপি নেতা
- মৌলভীবাজার প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৪৩ পিএম, ২১ অক্টোবর ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে মারধরের ঘটনায় শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীকে মসজিদ কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় শ্রীমঙ্গল থানা জামে মসজিদ কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার জোহরের নামাজের পর মসজিদের ভেতরে মুয়াজ্জিন আব্দুল লতিফের ওপর হাত তোলেন ও বিভিন্নভাবে লাঞ্ছিত করেন জয়নাল চৌধুরী। ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর মুসল্লি, ইমাম ও সর্বস্তরের মানুষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বাদ জোহর নামাজের পর জয়নাল চৌধুরী মুসল্লিদের সামনে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।
মসজিদ কমিটি জানায়, “আজকের জরুরি বৈঠকে অভিযুক্ত জয়নাল চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। এ ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়।”
জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মো. মহসিন মিয়া মধু, মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপদেষ্টা মো. ইয়াকুব আলী ও নুরে আলম সিদ্দিকী, খতিব হাফেজ মাওলানা আব্দুল কুদ্দুছ নিজামীসহ কমিটির অন্যান্য সদস্যরা।