চট্টগ্রাম ইপিজেডে আগুনে আটতলা ভবনের দুই তলা পুড়ে ছাই


চট্টগ্রাম ইপিজেডে আগুনে আটতলা ভবনের দুই তলা পুড়ে ছাই
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ আগুনে আটতলা ভবনের দুই তলা সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। বর্তমানে আগুন নিচের তলাগুলোতেও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং প্রচণ্ড ধোঁয়ার কারণে ভবনের আশেপাশের এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠেছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক জসীম উদ্দিন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের সূত্রপাত দুপুরের দিকে হয়েছিল এবং সাড়া পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ও নৌবাহিনীর চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। পাশাপাশি বিজিবি ও বিমানবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে সহায়তা প্রদান করছেন।

জসীম উদ্দিন বলেন, "ভবনের সাততলা ও ছয়তলা পুরোপুরি পুড়ে গেছে। ভেতরে প্রচুর পরিমাণ পোশাকের মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ভবনে কর্মরত শ্রমিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।"

আগুন লাগার খবর ছড়িয়ে পড়ার পর সিইপিজেড এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে অনেকেই কারখানার সামনে ভিড় জমিয়েছেন। আগুনের তীব্রতার কারণে আশপাশের ভবনগুলোরও ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী আগ্রহী জনতার ঢল সামলাতে কষ্টে পড়েছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের এক সূত্র জানিয়েছে, আগুন ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগছে। কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। শ্রমিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×