মসজিদের সিঁড়িঘর থেকে মিলল যুবকের ঝুলন্ত লাশ


মসজিদের সিঁড়িঘর থেকে মিলল যুবকের ঝুলন্ত লাশ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় একটি মসজিদের সিঁড়ি ঘর থেকে ওমানপ্রবাসী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া এ ঘটনা ঘটেছে রোববার (১২ অক্টোবর) দুপুরে।

নিহত যুবকের নাম বশির, বয়স ৩০। তিনি দেবিদ্বারের ৪ নম্বর সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। প্রায় তিন মাস আগে তিনি ছুটিতে দেশে ফিরেছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে বশিরকে মসজিদের সামনে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে নারায়নপুর মধ্যপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহ মসজিদের মাইক ঠিক করতে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় বশিরের মরদেহ দেখতে পান।

“জোহরের নামাজের সময় মসজিদের তালা খুলি। আজান ও নামাজ শেষে মাইকের সমস্যা দেখতে সিঁড়ি বেয়ে ওপরে যাই। তখনই ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পাই এবং তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজনকে খবর দেই,” বলেন ইমাম ওয়ালিউল্লাহ।

বশিরের পরিবারে রয়েছেন তার মা রোকেয়া বেগম, যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ; স্ত্রী মিতু বেগম এবং আড়াই বছরের ছেলে ওবায়দুল্লাহ।

ঘটনার খবর পেয়ে দেবিদ্বার-বি-পাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহীন ও দেবিদ্বার থানার তদন্ত কর্মকর্তা মো. মাঈনুদ্দীনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ সুপার মো. শাহীন জানান, “অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ জানতে সময় লাগবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো সমস্যা থেকে ঘটনাটি ঘটে থাকতে পারে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×