নতুন বউ নিয়ে ঘরে প্রবেশের পরই ‘ডিবি পুলিশ’ সেজে ডাকাতদলের হানা
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০০ পিএম, ১২ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের আনন্দমুখর পরিবেশ মুহূর্তেই আতঙ্কে রূপ নেয়, যখন নতুন বউকে ঘরে তোলার কয়েক মিনিটের মধ্যেই সশস্ত্র ডাকাতদল ‘ডিবি পুলিশ’ পরিচয়ে বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা এবং দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র এবং পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ডাকাতদের কয়েকজন বিয়ের আয়োজনে আগে থেকেই উপস্থিত ছিল বলে ধারণা করা হচ্ছে। তারা সাদা গেঞ্জি ও জিন্স পরা অবস্থায় অনুষ্ঠানস্থলে ঘোরাফেরা করছিল। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিয়ের অনুষ্ঠানটি আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়। রাত দেড়টার দিকে বরপক্ষ নববধূসহ নতুন বাড়িতে পৌঁছায়।
বর আরিফুল এবং তার বড় ভাই আলমগীর জানান, “বাড়ি ফেরার কিছুক্ষণ পরই সাদা ও আকাশি রঙের পোশাক পরা আটজন ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢোকে। এ সময় তারা ঘরে থাকা নতুন বউ, আমার মা এবং বিয়েতে আসা নারী অতিথিদের অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।”
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ঘটনাকালে পুলিশের একটি টহল দল তাদের বাড়ির আশপাশেই ছিল। তারা ডাকাতদের সঙ্গে মুখোমুখি হলেও কোনো পদক্ষেপ নেয়নি। বর ও তার পরিবারের দাবি, “ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেটকারে তাদের পিছু নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।”
ঘটনার বিষয়ে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জামাল উদ্দিন চৌধুরী জানান, “ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে। এখনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”