ব্যাংকের কর্মকর্তাদের টেনে হিঁচড়ে নামানোর হুমকি জামায়াত নেতার
- মাদারীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:৩৮ পিএম, ১২ অক্টোবর ২০২৫

মাদারীপুরে ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকির ঘটনায় আলোচনায় এসেছেন জামায়াতের এক স্থানীয় নেতা। অভিযুক্ত ব্যক্তি মাদারীপুর পৌর শাখার নায়েবে আমির আব্দুর রহিম। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে তাকে ব্যাংক কর্মকর্তাদের টেনে-হিঁচড়ে বের করে দেওয়ার হুমকি দিতে দেখা যায়।
ভিডিওটি ছড়ায় শনিবার, ১১ অক্টোবর সন্ধ্যার পর। স্থানীয় সূত্রমতে, এই ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার, যখন আব্দুর রহিম নিজ দলীয় কর্মীদের নিয়ে শহরের পুরান বাজার এলাকার ইসলামী ব্যাংকের একটি শাখায় যান। সেখানে উপস্থিত ব্যাংক কর্মকর্তাদের উদ্দেশে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, "যারা সঠিকভাবে নিয়োগপ্রাপ্ত নন, তাদের অফিসে না আসাই ভালো", এমনকি প্রয়োজনে তাদের জোর করে বের করে দেওয়ার হুমকিও দেন।
বিষয়টি নিয়ে আব্দুর রহিম সাংবাদিকদের জানান, তিনি সেখানে জামায়াত নেতার পরিচয়ে নয়, একজন গ্রাহক হিসেবে গিয়েছিলেন। তার ভাষায়, “দলীয় পরিচয়ে নয়, গ্রাহক হিসেবেই ব্যাংকে গিয়েছিলাম। এরপর যারা সঠিক নিয়মে ব্যাংকে চাকরিতে নিয়োগ পায়নি, তাদের অফিসে যেতে নিষেধ করি। এতে করে ব্যাংকে যেন কোন ধরনের সমস্যা সৃষ্টি না হয়।”