ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫


ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি নিয়ে পুরনো বিরোধ রোববার রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে, যা চলে প্রায় দুই ঘণ্টা। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

ঘটনাটি ঘটে ১২ অক্টোবর সকাল ১০টার দিকে, সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ধীতপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ফরহাদ এবং একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সেই উত্তেজনা এদিন সকালে রূপ নেয় সংঘর্ষে, যা দুপুর ১২টা পর্যন্ত চলে।

সংঘর্ষে আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

ঘটনার খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, "দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরেই রোববার সকালে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"

তিনি আরও জানান, পরবর্তী সহিংসতা ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×