‘ফ্যাসিস্ট’ ট্যাগ দিয়ে থানায় আটকে সাংবাদিককে মারধর করলেন ডিসি


‘ফ্যাসিস্ট’ ট্যাগ দিয়ে থানায় আটকে সাংবাদিককে মারধর করলেন ডিসি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে থানার ভেতরে আটকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে। ভুক্তভোগী যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত দাবি করেছেন, “ফ্যাসিস্ট” ট্যাগ দিয়ে তাকে রুমে আটকে একের পর এক ঘুষি, কিল ও লাথি মারা হয়। হামলায় নেতৃত্ব দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম।

এই ঘটনা ঘটে রোববার, ১২ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে আয়োজিত একটি কনসার্ট ঘিরে সংঘর্ষ ও ভাঙচুরের খবর সংগ্রহের সময়। তথ্য সংগ্রহের উদ্দেশ্যে খুলশি থানায় যান সাংবাদিক জোবায়েদ, যেখানে তিনি ওই ঘটনায় আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলছিলেন।

তবে থানার কয়েকজন কর্মকর্তা এতে বাধা দেন এবং তাদের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। এর পরপরই তাকে থানার সেকেন্ড অফিসারের কক্ষে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন জোবায়েদ।

তিনি বলেন, “আমি চলে যাচ্ছিলাম, এমন সময় আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে পুলিশ সদস্যরা। তারা বলে ‘তুই ফ্যাসিস্ট’। আমরা তোকে মারছি না, শয়তানকে মারছি।”

জোবায়েদ আরও জানান, হামলার সময় পিঠে লাথি এবং কনুই দিয়ে একাধিকবার আঘাত করা হয় তাকে। এতে তার চোখ এবং এক কানে গুরুতর আঘাত লাগে। হামলার নেতৃত্ব কার হাতে ছিল জানতে চাইলে তিনি স্পষ্ট করে বলেন, “সিএমপির ডিসি আমিরুল ইসলাম।”

এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা ঘটনার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তুলেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×