সারাদেশের নেতাদের ঢাকায় ডেকেছে জাপা


সারাদেশের নেতাদের ঢাকায় ডেকেছে জাপা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক পরিস্থিতি ও নির্বাচনী কৌশল নির্ধারণে জাতীয় পার্টি শনিবার (১১ অক্টোবর) ঢাকায় জরুরি সভা করেছে। এই বৈঠকে সারাদেশের জেলা ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

সভা আহ্বান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, এবং এতে জাতীয় পার্টির সব অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদকদের অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সভা শেষে দলের পক্ষ থেকে বড় ধরনের শোডাউন মিছিল অনুষ্ঠিত হবে, যার নেতৃত্ব দেবেন জি এম কাদের নিজেই।

এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি, সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, “সভায় আগামী নির্বাচনে অংশগ্রহণসহ বিভিন্ন বিষয় আলোচনা হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে নানা চক্রান্ত চলছে। আমরা ১৯৯৬ সালে বিএনপির একতরফা নির্বাচন ছাড়া সব নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি সর্বদা নির্বাচনমুখী দল এবং সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। রংপুর বিভাগের ৩৩টি আসনের প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করে চেয়ারম্যানকে জানানো হয়েছে।”

মোস্তাফিজার রহমান মোস্তফা আরও বলেন, “জাতীয় পার্টি নির্বাচন করলে অভাবনীয় ফলাফল পাবে—এই আশঙ্কায় অনেক চক্রান্ত হচ্ছে। তাই শনিবার ঢাকায় জরুরি সভার পর একটি মিছিল আয়োজন করা হয়েছে।”

জাতীয় পার্টির এই পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, তারা আগামী নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে এবং তার ভিত্তিতে গুরুত্বপূর্ণ প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×