নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমন ডিবি’র হাতে গ্রেপ্তার


নওগাঁ-৬ আসনের সাবেক এমপি ওমর ফারুক সুমন ডিবি’র হাতে গ্রেপ্তার

নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে রাজধানীতে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের আরও পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়। ঘটনা ঘটে বুধবার (৮ অক্টোবর) রাতের কোনো এক সময়ে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×