ব্যাংকের বাথরুমে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার


ব্যাংকের বাথরুমে পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার

চাঁদপুরে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বাথরুম থেকে মঙ্গল হরিজন নামে এক পরিচ্ছন্নতা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের চিত্রলেখা মোড়ে অবস্থিত ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, পরিচ্ছন্নতার কাজ করার সময় হঠাৎ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। মৃত মঙ্গল হরিজন শহরের বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণখোলা সুইপার কলোনির বাসিন্দা।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, কাজের সময় শেষে মঙ্গল বাড়ি না ফিরলে তার ছেলে ব্যাংকে খোঁজ নিতে আসে। তখন দায়িত্বে থাকা দারোয়ান জানান, মঙ্গল বাড়ি চলে গেছেন। কিন্তু ছেলে বারবার খোঁজ নিতে আসায় দারোয়ান পরে ব্যাংকের ভেতরে গিয়ে বাথরুমে মঙ্গলকে অচেতন অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×