সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক গ্রেপ্তার


সিলেটে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে এক নারী স্বামীর হাতে খুন হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকালে ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর ইসলামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাহিদা বেগমকে হত্যার অভিযোগে তার স্বামী রেজাউল করিমকে স্থানীয়দের সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে। রেজাউল করিম ইসলামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, পারিবারিক কলহের পর শনিবার সকাল সাড়ে আটটার দিকে সাহিদা বেগম ও রেজাউল করিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রেজাউল করিম ঘরে থাকা একটি বটি দিয়ে সাহিদার গলায় কোপ দেন, যার কারণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার পর এলাকার লোকজন রেজাউল করিমকে আটক করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্লা বলেন, "নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।"

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×