সাদাপাথর থেকে এবার চুরি হলো পর্যটকের প্রাইভেট কার


সাদাপাথর থেকে এবার চুরি হলো পর্যটকের প্রাইভেট কার
চুরি হওয়া গাড়ি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন এলাকা থেকে এক পর্যটকের প্রাইভেট কার চুরি হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে সাদাপাথরের পার্কিং এলাকায় গাড়িটি অজানা ব্যক্তিদের হাত থেকে হারিয়ে যায়। এটি ওই এলাকার পাথর চুরির ঘটনায় প্রথমবারের মতো পর্যটকের গাড়ি চুরির ঘটনা।

পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী থেকে আসা কয়েকজন যুবক সাদাপাথর ভ্রমণে যান। তারা তাদের প্রাইভেট কার পার্কিং প্লেসে রেখে নৌকায় সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করতে যাত্রা করেন। দুপুরের পর ফেরার পথে তারা দেখেন গাড়িটি আর সেখানে নেই। গাড়ি চুরির খবর পেয়ে তারা কোম্পানীগঞ্জ থানা পুলিশকে জানায়।

গাড়ির মালিক রেদওয়ান খান বলেন, “তাদের বাড়ি নরসিংদীতে। তার এক ভাগনে গাড়ি নিয়ে সিলেট বেড়াতে যান। সাদাপাথর ঘুরে এসে দেখেন যথাস্থনে গাড়িটি নেই। এ গাড়িটি ভাড়া দিয়ে তাদের সংসার চলে।”

কোম্পানীগঞ্জ থানার ওসি শেখ রতন জানান, গাড়িটি চুরি হওয়ার পর থেকে পুলিশ একটি টিম গঠন করে তদন্ত শুরু করেছে এবং বিষয়টি খতিয়ে দেখছে। এখনো তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×