নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে ডিসি সারওয়ার
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবার দেখা দিলেন ভিন্ন ভুমিকায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় নিজ হাতে ঝাড়ু নিয়ে শহরের রাস্তা পরিষ্কারের কার্যক্রম শুরু করেন।
সকালে সার্কিট হাউসের সামনে থেকে যাত্রা শুরু করে জালালাবাদ পার্ক ও কুইন ব্রিজ পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডি-র সদস্যরাও অংশ নেন।
জেলা প্রশাসক বলেন, এই শহর আমাদের সবার। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই। পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিষ্কার রাখে, তবে পুরো শহরই পরিচ্ছন্ন থাকবে।
তিনি আরও যোগ করেন, পরিবেশ দিবস উপলক্ষে আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা এবং সুষ্ঠু নাগরিক দায়িত্ব একসাথে হলে সিলেট হবে আরও সুন্দর।
জেলা প্রশাসকের এই উদ্যোগে সাধারণ মানুষও উৎসাহিত হয়েছেন। অনেকেই হাতে ঝাড়ু নিয়ে ডিসির সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।