আড়াই কেজি ওজনের ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি


আড়াই কেজি ওজনের ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। বৃহস্পতিার সকাল থেকে বিশাল আকারের এই মাছটি দেখতে বন্দরে ভিড় করেন স্থানীয়রা।

মাছটি মহিপুরের ‘ফয়সাল ফিস’ এ আনা হয় এবং সেখানে নিলামে তোলা হয়। জেলে শহিদ মাঝি জানান, সমুদ্রে মাছ ধরার সময় অন্যান্য মাছের সঙ্গে ইলিশটি ধরা পড়ে। মাছটির ওজন দুই কেজি ৫০০ গ্রাম।

নিলামে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে স্থানীয় মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক মাছটি মোট ১৪ হাজার টাকায় কিনে নেন।

ফয়সাল ফিসের মালিক মো. মেহেদী ফয়সাল বলেন, “বড় সাইজের ইলিশ সচরাচর বাজারে পাওয়া যায় না। এ কারণে নিলামে প্রতিযোগিতা তৈরি হয় এবং সর্বোচ্চ দর হাঁকানোয় মাছটি উচ্চমূল্যে বিক্রি হয়েছে।”

ক্রেতা ইশতিয়াক বলেন, “বঙ্গোপসাগরে ধরা পড়া এ ধরনের বিশাল সাইজের ইলিশ সচরাচর মেলে না। মাছটি আমি ঢাকায় পাঠাব। সাইজে বড় হওয়ায় এর বাজারমূল্যও বেশি। জেলেদের জন্য এমন মাছ ভাগ্যের বিষয়।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “বড় ইলিশ ধরা পড়া জেলেদের জন্য সুখবর। বর্তমানে গভীর সমুদ্রের পাশাপাশি উপকূলের কাছাকাছি স্থানেও বড় আকারের ইলিশ ধরা পড়ছে। ৫৮ দিনের নিষেধাজ্ঞার ইতিবাচক প্রভাব এখন জেলেরা পাচ্ছেন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×