১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন ২০০০ পর্যটক


১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন ২০০০ পর্যটক

দীর্ঘদিন পর পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হতে যাচ্ছে কক্সবাজারের টেকনাফ উপকূলে অবস্থিত প্রবালদ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক দ্বীপটিতে ভ্রমণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

তিনি বলেন, “আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুলে দেওয়া হবে। প্রতিদিন ২ হাজার করে যাবে। প্রথম দুই মাস কেবল ‘ডে ট্যুর’ করা যাবে। শেষ দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকা যাবে।”

দ্বীপটি দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রকৃতিতে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানান সচিব। তিনি বলেন, “দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে অনেক শৈবাল ফিরে এসেছে। আগের থেকে সৌন্দর্য বেড়েছে। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের দেশের জন্যে একটা সম্পদ।”

সচিব আরও বলেন, “দর্শনার্থীদের জন্য আলাদা আচরণবিধি তৈরি করা হয়েছে। পর্যটকরা আচরণবিধি মানলে সংখ্যা বাড়ানো হবে। তারা যদি প্লাস্টিক ব্যবহার বর্জন করে তাহলে আরও সংখ্যা বাড়বে।”

তিনি জানান, পর্যটকদের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সেন্টমার্টিনে যাওয়া যাবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×