নিউইয়র্কে হেনস্তা: আওয়ামী লীগের ভবিষ্যত অনিশ্চিত, মন্তব্য খসরুর


নিউইয়র্কে হেনস্তা: আওয়ামী লীগের ভবিষ্যত অনিশ্চিত, মন্তব্য খসরুর

নিউইয়র্কে ঘটানো হেনস্তার ঘটনা বর্তমান সরকারের রাজনৈতিক ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “রাজনৈতিকভাবে পরাজিত হয়ে পালিয়ে গিয়ে তাদের এ ধরনের কাজ ছাড়া আর কি করার আছে। এটাই তো করবে, তাই না? এর বাইরে আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, সমর্থকদের এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত। গণতন্ত্রেই বিশ্বাস করে না। দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে, এখন যেগুলো করছে এগুলো আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কি-না নিশ্চিত নয়। নিরাপত্তা ওই দেশের বিষয়। হয়ত দূতাবাসের ইন্টেলিজেন্স ছিল কিনা আমি জানি না। তাদের জানা উচিত ছিল। তবে একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছুই ঘটতে পারে। এটা আমার জন্য বড় কিছু নয়। গণতান্ত্রিক সব দেশে এমন ঘটনা ঘটে। যার সমর্থন আছে, সে করতে পারে। যার সমর্থন নেই, সে করতেও পারে।”

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের ওপর জোর দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম এবং পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×