চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় ফরিদপুরের যুবদল নেতা গ্রেপ্তার
- ফরিদপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:০৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা মোড় এলাকায় মাহেন্দ্র স্ট্যান্ডে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন এবং আনন্দ শুভ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদা না পেয়ে চালকদের ওপর হামলা চালানোর অভিযোগে দায়ের হওয়া মামলায় এই দুইজনকে বুধবার সকালে শহরের ওয়ারলেস পাড়া এলাকা থেকে আটক করা হয়।
ঘটনার জেরে মঙ্গলবার রাতে ফরিদপুর জেলা মাহেন্দ্র মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। মাসুদুর রহমান লিমন মামলায় ৬ নম্বর এবং আনন্দ শুভ্র রায় ৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাহেব আলী বলেন, “এ মামলায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ভাঙ্গা মোড়ের মাহেন্দ্র স্ট্যান্ডে লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। এসময় যাত্রী পরিবহনের অপেক্ষায় থাকা ১৬টি মাহেন্দ্র গাড়ি ভাঙচুর করা হয় এবং চালকদের মারধর করে আহত করা হয়। আহতদের ফরিদপুরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাহেন্দ্র মালিক সমিতির নেতাদের অভিযোগ, গত ৫ আগস্টের পর থেকে যুবদল নেতা মাসুদুর রহমান লিমনের নেতৃত্বে প্রতিটি ট্রিপ থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছিল। মালিকরা বিগত ১৫ দিন ধরে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়। শেষ পর্যন্ত যাত্রী ওঠানোকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে তারা দাবি করেন।
পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।