কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৫৩ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লার হোমনায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে চারটি মাজারে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিকেলে পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান সাংবাদিকদের বলেন, “এ ঘটনায় যারা উসকানি ও ইন্ধন দিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।”
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে ‘বেমজা মহসিন’ নামের একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক একটি পোস্ট দেওয়া হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা থানার সামনে জড়ো হয়ে মহসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দেয় এবং দুপুরে ওই যুবককে গ্রেপ্তার করে। পরে বাংলাদেশ ইসলামী যুবসেনার হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়।
এরপরও উত্তেজনা থামেনি। সকালে মাইকে ঘোষণা দিয়ে শত শত মানুষ আসাদপুর গ্রামে জড়ো হয়। তারা প্রথমে কফিল উদ্দিন শাহ ও হাওয়ালি শাহ মাজারে অগ্নিসংযোগ করে, এরপর কালাই শাহ ও আবদু শাহ মাজারে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর পুলিশ সুপার নাজির আহমেদ খান এবং হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা ক্ষতিগ্রস্ত মাজারগুলো পরিদর্শন করেন। ইউএনও ক্ষেমালিকা বলেন, “ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্টের কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছিল। এরই ধারাবাহিকতায় মাজারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।”
উপজেলা ইসলামী ফ্রন্টের সেক্রেটারি সফিক রানা ও ইসলামী যুবসেনার নেতা শরিফুল দাবি করেন, গ্রেপ্তার যুবক দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিচ্ছিলেন। তারা তার ফাঁসির দাবিও জানান।
হোমনা থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ধর্ম অবমাননার অভিযোগে যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলেও সকালে জনতা মাজারে হামলা চালায়।
এদিকে পুলিশ সুপার নাজির আহমেদ খান বলেন, “আপত্তিকর পোস্টের পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা ও অগ্নিসংযোগকারীদেরও চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।