চট্টগ্রামে বাংলাদেশ-মার্কিন বিমানবাহিনীর যৌথ মহড়া শুরু
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:০৯ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর যৌথ মহড়া। ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শিরোনামে এই অনুশীলনটি শুরু হয় ১৪ সেপ্টেম্বর এবং চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।
মঙ্গলবার মহড়ার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ সময় তিনি মহড়ায় অংশ নেওয়া উভয় দেশের বিমানসেনাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের পেশাদারিত্ব ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের সামরিক সহযোগিতা জোরদার ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সাত দিনব্যাপী এই মহড়ার আয়োজন করা হয়েছে। এতে মোট ২৪২ জন অংশ নিচ্ছেন—বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ জন ও যুক্তরাষ্ট্রের ৯২ জন।
ট্রেসি অ্যান জ্যাকবসন মহড়ার এসএমইই (সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ একচেঞ্জ) কার্যক্রমও ঘুরে দেখেন। বিশেষভাবে তিনি সার্চ অ্যান্ড রেসকিউ, মেরিটাইম অ্যান্ড ফ্লাড অপারেশন এবং ক্রু রেসকিউ ম্যানেজমেন্ট অনুশীলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার, পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নিচ্ছে।