ময়মনসিংহে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ০৪:৫৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৫

ময়মনসিংহ নগরীর বড়বাজারে একটি বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে সুমন মিয়া (৩৩) নামে এক গাড়িচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সুমন ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের মৃত ইয়াকুব আলী সরকারের ছেলে। তিনি নগরীর গরুখোয়ার মোড়ে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।
শুক্রবার দুপুরে স্থানীয়রা বড়বাজারের ‘হিমেল হাওয়া’ নামের নির্মাণাধীন ভবনের নিচতলায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে দেখা গেছে, সুমনের মাথা, ঘাড় ও হাত থেতলে গিয়েছিল।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ভবনের লিফটের কাজ চলছিল এবং নিচতলাটি ফাঁকা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপর থেকে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের স্ত্রী ময়না আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে এক ব্যাংক কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি চালাতেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভালুকা থেকে ওই কর্মকর্তাকে নিয়ে আসেন সুমন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। শুক্রবার সকালে স্বামীর মৃত্যুর খবর পান তিনি। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ময়না আক্তার।