জমিদার দাবি করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি


জমিদার দাবি করা সেই জামায়াত নেতাকে অব্যাহতি
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জমিদার দাবি করে আলোচনায় আসা বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম। চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি জেলা কর্মপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ফজলুল করিম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির ওপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের ওপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।” সিরাজুল ইসলামের এই বক্তব্য বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হয়েছে এবং তা সংগঠনের নজরে এসেছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর মতে, এ বক্তব্য সিরাজুল ইসলামের ব্যক্তিগত মত এবং তা বিশ্ববিদ্যালয় পরিবারকে ক্ষুব্ধ করেছে। সংগঠন মনে করে, এ ধরনের বক্তব্য বিনয় পরিপন্থী এবং এতে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণেই তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম পরস্পরের প্রতিপক্ষ নয়, বরং একে অপরের পরিপূরক। এলাকাবাসী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে অতীতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে, এটাই জামায়াতের প্রত্যাশা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জোবরা গ্রামের অধিবাসীদের নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে যেসব ব্যক্তি আহত হয়েছেন বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের প্রতি সমবেদনা জানিয়েছে জামায়াতে ইসলামী।

এছাড়া, এ ঘটনাকে কেন্দ্র করে যেন কেউ নতুন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংগঠনের নেতারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×