হাটহাজারীতে পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের সমঝোতা বৈঠক
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:৪৪ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে সাম্প্রতিক সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৬টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এই বৈঠক হয়। এতে হাটহাজারী মাদরাসা ও স্থানীয় সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নেন।
বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংঘর্ষে হতাহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে এবং ক্ষতিগ্রস্ত ভবনসহ অন্যান্য ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে। একই সঙ্গে চারিয়া থেকে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত শব্দদূষণ এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলা হয়। উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানানো হয় যাতে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষের সূত্রপাত হয়, যখন আরিয়ান ইব্রাহিম নামে এক যুবক ফেসবুকে আপত্তিকর অঙ্গভঙ্গির ছবি পোস্ট করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে কওমি মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সন্ধ্যায় ফটিকছড়ি থানা পুলিশ পৌর এলাকা থেকে তাকে আটক করে। আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুহাম্মদ মুছার ছেলে। আটক হওয়ার পর তিনি ভিডিও বার্তায় নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করেন।
এ ঘটনায় উত্তেজিত মাদরাসা শিক্ষার্থী ও স্থানীয়রা বিকেলে পৌর এলাকায় বিক্ষোভে নামেন। গোল চত্বরে টায়ার জ্বালিয়ে আন্দোলন চলাকালে একটি বাস ভাঙচুর করা হয়। পরে মাদরাসাশিক্ষার্থী ও সুন্নি মতাদর্শের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে, যাতে বেশ কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন শনিবার রাতেই ১৪৪ ধারা জারি করে। হাটহাজারী উপজেলার মীরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকা এই আদেশের আওতায় আনা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে সমঝোতায় পৌঁছানো হয়েছে। আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন, সুন্নি সম্প্রদায়ের প্রতিনিধি অ্যাডভোকেট মোসাহেব উদ্দিন বখতিয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।