ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার


ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি গ্রেফতার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির (জাপা) সভাপতি জাহাঙ্গীর আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর মোহাম্মদ আলী রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নগরীর মিন্টু কলেজ এলাকায় গুলিতে কলেজ ছাত্র রেদোয়ান হোসেন সাগর নিহত হন। ঘটনার সঙ্গে জড়িত একাধিক হত্যা মামলায় জাহাঙ্গীর আহমেদ অন্যতম আসামি ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি মহিদুল ইসলাম।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×