চট্টগ্রামে পৃথক সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১


চট্টগ্রামে পৃথক সেনা অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১

চট্টগ্রামে দুটি পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। এর মধ্যে ফটিকছড়ি থেকে একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে জলদস্যুদের একটি আস্তানা থেকে দুটি শটগান ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, অভিযুক্ত জলদস্যু চক্রটি কর্ণফুলী নদী এলাকায় মাদক চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত। পুরো চক্রকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

অন্যদিকে, শনিবার রাত ২টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ফটিকছড়ির লেলাং ইউনিয়নে অভিযান চালায় খিরাম আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা। মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল প্রথমে নোয়া হাট এলাকার একটি বাড়ি তল্লাশি করে, তবে সেখানে কিছু পাওয়া যায়নি।

পরে গোপালঘাটা এলাকায় বখতিয়ার উদ্দিন মঞ্জুর বাড়ি থেকে একটি চায়না পিস্তল, একটি পয়েন্ট টুটু অস্ত্র, ১৯৯ রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড অ্যামুনিশন, দুটি ব্লাঙ্ক কার্তুজ, একটি এফসিসি, ১৩টি মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, দুটি মদের বোতল, একটি পেনড্রাইভসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি চাকু, একটি চেইন, একটি রাবার স্টিক, দুটি ডকার এবং দুটি সিমকার্ডও জব্দ করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, আটক বখতিয়ার উদ্দিন মঞ্জু এবং উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রী ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×