হাটহাজারীতে মাদ্রাসা সামনে আপত্তিকর অঙ্গভঙ্গির ছবি, প্রতিবাদে বিক্ষোভ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ১০:৫৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) সামনে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গি ও ছবি ফেসবুকে পোস্ট করার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ চালায়। এতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, আরিয়ান ইব্রাহিম নামের ওই যুবক সকালে তার ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর কওমি মহলে ক্ষোভ দেখা দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ তাকে পৌরসভার সদর এলাকা থেকে আটক করে। আরিয়ান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আটক হওয়ার পর তিনি ভিডিওতে দুঃখ প্রকাশ করেছেন।
হাটহাজারী পৌর এলাকার গোলচত্বরে মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভে অংশ নেন। তারা সড়ক অবরোধ করে টায়ার জ্বালান এবং একটি বাস ভাঙচুর করেন। এতে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা সতর্ক অবস্থানে আছি।