শপিং ব্যাগে মিলল দেশীয় অবৈধ অস্ত্র-গুলি


শপিং ব্যাগে মিলল দেশীয় অবৈধ অস্ত্র-গুলি

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার আইসফ্যাক্টরি রোড এলাকায় একটি পরিত্যক্ত শপিং ব্যাগ থেকে দেশীয় একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব।

শনিবার এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-৭ জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আইসফ্যাক্টরি রোডের বায়েজিদ নার্সারির পাশের একটি ঝোপ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া অস্ত্র-গুলি সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

তিনি আরও জানান, শপিং ব্যাগটি ঝোপে পরিত্যক্ত অবস্থায় ছিল। সেটি খুলে একটি একনলা বন্দুক ও দুটি কার্তুজ পাওয়া যায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×