সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ


সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙ্গায় দুই মহাসড়ক অবরোধ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করে আলগী ও হামিদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয়দের অবরোধে দুইটি জাতীয় মহাসড়কে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

সকাল ৯টার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদী ও আলগী বাসস্ট্যান্ড এলাকায় একযোগে অবরোধ শুরু হয়।

এই অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘপথে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকরা চরম ভোগান্তিতে পড়েন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত অবরোধকারীরা সড়ক ছেড়ে দেয়নি।

জানা গেছে, নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতায় বৃহস্পতিবার রাত থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হয়। শুক্রবার সকালে সেই ডাক অনুযায়ী সড়কে নামেন স্থানীয়রা।

অবরোধকারীরা স্পষ্ট করে জানান, তারা ভাঙ্গা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত মানেন না এবং প্রয়োজনে দীর্ঘ সময় ধরে সড়ক অবরোধ চালিয়ে যাবেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, “মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×