রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন


রাঙামাটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

রাঙামাটিতে বিদ্যুৎ বিভাগের অবহেলা বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

মঙ্গলবার সকাল ১১টায় পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির উদ্যোগে বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা শাখার সভাপতি নির্মল বড়ুয়া মিলন। এসময় বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী এবং মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান রানা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদিত হলেও এর শতভাগ জাতীয় গ্রিডে চলে যায়, অথচ স্থানীয় মানুষ চরম লোডশেডিংয়ের ভোগান্তি পোহাচ্ছে। বিদ্যুৎ বিভাগের অবহেলা ও বৈষম্যের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দাবি করেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না করে কর্মকর্তারা টাকার বিনিময়ে তা অব্যাহত রাখছেন এবং নিয়মিত গ্রাহকেরাও হয়রানির শিকার হচ্ছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সমস্যার সমাধান করা না হলে আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×