বাকৃবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা


বাকৃবি শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনার পর উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার সময় ঘটনা ঘটে।

একইদিন দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে কম্বাইন্ড ডিগ্রির সমাধানে জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল মিটিং বসে। বিদ্যমান দুটি ডিগ্রি রেখেই শিক্ষার্থীদের কম্বাইন্ড ডিগ্রি দাবি চালু সিদ্ধান্ত নিলে শিক্ষার্থীরা সব মিলিয়ে একটাই ডিগ্রির দাবি করে এবং দুই শতাধিক শিক্ষকসহ অডিটোরিয়ামে তালা দেয়। সন্ধ্যার সময় বহিরাগত কিছু লোক এসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উপাচার্যের বাসভবন ঘেরাও করে রেখেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিস্তারিত আসছে....

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×