চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় যৌথবাহিনীর অভিযান শুরু


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় যৌথবাহিনীর অভিযান শুরু

চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয়রা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য যৌথবাহিনী অভিযান শুরু করেছে। প্রশাসন ইতিমধ্যেই এই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

রোববার (৩১ আগস্ট) বিকেল থেকে যৌথবাহিনী কার্যক্রম চালাচ্ছে। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকায় দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষ ঘটার পর উপজেলা প্রশাসন এই ধারা জারির সিদ্ধান্ত নেয়। হাটহাজারী পৌর এলাকা ও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকায় আজ বিকেল ৩টা থেকে আগামীকাল (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এই সময় কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ, অস্ত্র বহন, পাঁচজনের বেশি লোকের সমাবেশ এবং অন্য যেকোনো কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাতের ঘটনায় এক নারী শিক্ষার্থীকে বাসার দারোয়ান মারধর করলে স্থানীয়রা ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। কিন্তু রোববার দুপুরে স্থানীয়রা ফের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×