রাঙামাটিতে সুজনের মতবিনিময়: রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণমুখী রাজনীতির ওপর জোর
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০১:৩৬ পিএম, ৩০ আগস্ট ২০২৫

রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশে সুশাসন প্রতিষ্টা করতে হবে। গণতন্ত্রের মূলকথা সংখ্যাগরিষ্ঠের সম্মতির ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন করা। একইসাথে সুশাসন প্রতিষ্টার পূর্বশর্ত সুস্থ ধারার জনকল্যাণমুখী রাজনীতির চর্চা করতে হবে মন্তব্য করেছেন রাঙামাটিতে সুশাসনের জন্য নাগরিক- সুজন এর মতবিনিময় সভায় বক্তারা।
এসময় বক্তারা আরো বলেন, সরকার সুষ্ঠুভাবে তখনই দেশ পরিচালনা করতে পারে যখন সেই সরকার নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা মূলক ভূমিকা রাখে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আইন হাতে তুলে নেওয়া যাবে না। তাই রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে দেশকে দুর্বৃত্তায়ন রাজনীতির কবল থেকে মুক্ত করে আদর্শভিত্তিক জনকল্যাণমুখী রাজনীতি ফিরিয়ে আনতে হবে। রাজনৈতিক দলসহ সমাজের সকল শ্রেনী পেশার নাগরিকদের সাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলে রাষ্ট্রের সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা হবে।
সকালে রাঙামাটির আশিকা কনফারেন্স রুমে সুশাসনের জন্য নাগরিক-সুজন’র পরিচিতি ও সুশাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুজন রাঙামাটি জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট দীননাথ তংচংগ্যা।
মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে আরো বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার,বিএনপির জেলা সভাপতি দীপন তালুকদার , কমিউনিষ্ট পাটির রাঙ্গামাটি জেলার সাধারন সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, এনসিপির রাঙ্গামাটি জেলা কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা, যুগ্ম সমন্বযকারী জাহিদুল ইসলাম জাহিদ, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সাধারন সম্পাদক শান্তি বিজয় চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক সমিতি'র সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী ,সনাাকের জেলা সমন্বয়কারী বেনজিন চাকমা প্রমুখ।