উপজেলা চেয়ারম্যানের চেয়ারে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল


উপজেলা চেয়ারম্যানের চেয়ারে তরুণীর টিকটক, ভিডিও ভাইরাল

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের সরকারি কার্যালয়ে বসে টিকটক ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন এক তরুণী। এ ঘটনার ভিডিও প্রকাশের পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ভিডিওটি প্রথম প্রকাশিত হয়। তবে শুক্রবার রাত ৯টা পর্যন্ত ওই তরুণীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ভিডিওতে দেখা যায়, একটি টিকটক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ক্লিপে ওই তরুণী উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে শিল্পী সাজ্জাদ নূরের একটি জনপ্রিয় গানের সঙ্গে লিপসিং করছেন। পেছনে চেয়ারম্যানের নামফলক, সরকারি লোগো, টেবিলে রাখা বিজয় দিবসের ক্রেস্ট এবং জাতীয় পতাকাও স্পষ্টভাবে ধরা পড়ে।

ভিডিওটি প্রকাশের পরপরই প্রায় সাড়ে পাঁচ হাজার বার দেখা হয়। এতে ৫৪২টি রিঅ্যাকশন ও ২৮টি মন্তব্য আসে। একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, অভিনন্দন উপজেলা চেয়ারম্যান সাহেবা।

ঘটনার পর গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন তদন্তে নামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান, ঘটনার পরপরই তিনজনকে শোকজ করা হয়েছে। উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বিষয়টি উদঘাটন করা হবে।

স্থানীয় সূত্র বলছে, ২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক অস্থিরতার সময় উপজেলা চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী এলিম দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। পরে অন্তর্বর্তী সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। ফলে চেয়ারম্যানবিহীন অফিসে কীভাবে এমন ভিডিও ধারণ হলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ঘটনায় প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের গাফিলতি প্রকাশ পেয়েছে। তাই স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×