ময়মনসিংহে থ্রি হুইলারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২


ময়মনসিংহে থ্রি হুইলারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে একটি থ্রি হুইলারের সঙ্গে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। ঘটনায় একজন ঘটনাস্থলেই প্রাণ হারান, আর অপরজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

দুর্ঘটনা ঘটেছে বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায়।

নিহতরা হলেন থ্রি হুইলার চালক আব্দুল মতিন (৪৬), যিনি ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে, এবং যাত্রী ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন (৫০), হাতিবেড়ি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, উল্টোপথে আসা ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী লেনে থাকা থ্রি হুইলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই আব্দুল মতিন নিহত হন। গুরুতর আহত মো. হাফিজ উদ্দিনকে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কের একটি অংশে মেরামত কাজ চলমান থাকায় পূর্ব পাঁচপাড়া এলাকার ইউটার্ন থেকে যাত্রীবাহী বাস, ট্রাকসহ সব যানবাহন উল্টোপথে চলাচল করছে। পুলিশ মাঝে মাঝে গাড়ি রোধ করলেও অনিয়ম এখনও থেমে নেই। এর আগে মাত্র কয়েকদিনে ওই এলাকায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়রা দাবি জানিয়েছেন, উল্টোপথে চলাচল বন্ধ করতে সড়ক পরিবহন আইনে জরিমানা ও মামলা প্রয়োগ করা উচিত।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহত ব্যক্তির কাছ থেকে পাওয়া নগদ টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×