গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী: ডিসি সারওয়ার


গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী: ডিসি সারওয়ার

সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিনের মাথায় ব্যস্ত সময় পার করছেন মো. সারওয়ার আলম। পাথর কোয়ারি সংকটসহ নানা প্রশাসনিক চ্যালেঞ্জ সামলানোর পাশাপাশি তিনি ভুলে যাননি গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তরুণদের কথা।

দায়িত্ব গ্রহণের চতুর্থ দিনেই, রোববার (২৪ আগস্ট) সকালে তিনি বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সকালে তিনি প্রথমে কাকুরার মান্দার গ্রামে গিয়ে শহীদ সুহেল আহমদের কবর জিয়ারত করেন। এরপর পর্যায়ক্রমে শহীদ তারেক আহমদ, ময়নুল হোসেন এবং সর্বশেষ শহীদ সাংবাদিক এটিএম তুরাবের কবর জিয়ারত করেন। এসময় তিনি শহীদ পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে কথা বলেন।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসক সারওয়ার আলম বলেন, “গণঅভ্যুত্থানের শহীদদের কাছে আমরা ঋণী। তাদের আত্মত্যাগের কারণেই আমরা মুক্ত পরিবেশ পেয়েছি। যে চেতনা নিয়ে তারা জীবন উৎসর্গ করেছিলেন, সেই চেতনা সমুন্নত রাখতে আমরা সবাই দায়বদ্ধ।”

তিনি আরও আশ্বাস দেন, প্রশাসন সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। সম্মান ও যত্নের কোনো ঘাটতি হবে না, প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এমনকি পরিবারের কারও চাকরির প্রয়োজন হলে প্রশাসন সেই বিষয়েও সহায়তা করবে বলে জানান তিনি।

এর আগে শনিবার, নবনিযুক্ত জেলা প্রশাসক সিলেট সদর উপজেলার ইনাতাবাদে শহীদ ওয়াসিম ও গৌরিপুর গ্রামের শহীদ মোস্তাকের কবর জিয়ারত করেন এবং তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন।

উল্লেখ্য, গত বছরের বৈষম্যবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে প্রাণ হারান দৈনিক নয়া দিগন্তের সিলেট প্রতিনিধি ও জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার এটিএম তুরাব। একই আন্দোলনে নিহত হন ঢাকার ওয়াসিম, হবিগঞ্জের মোস্তাক, সিলেটের তারেক আহমদ ও ময়নুল হোসেন। এছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রিয়ম নিবাসে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে শহীদ হন বিয়ানীবাজারের যুবক সোহেল আহমদ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×