জাফলং থেকে লুট হওয়া পাথর ফেরতের নির্দেশ


জাফলং থেকে লুট হওয়া পাথর ফেরতের নির্দেশ

কোম্পানিগঞ্জের সাদা পাথরের পর এবার জাফলং পর্যটন কেন্দ্রে লুট হওয়া পাথর ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে গোয়াইনঘাট জেলা প্রশাসন।

রোববার (২৪ আগস্ট) প্রশাসনের পক্ষ থেকে জাফলং এলাকায় মাইকিং করা হয়েছে, যাতে সর্বসাধারণ এই জরুরি নির্দেশনা সম্পর্কে অবগত হন। গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টার মধ্যে ক্রাশিং মিল, বসত বাড়ি বা অন্য কোনো স্থানে জাফলং জিরো পয়েন্ট থেকে অবৈধভাবে আনা সব পাথর নিজ উদ্যোগে বালুঘাট মসজিদের নিচে নদীর তীরে ফেরত পাঠাতে হবে।

এছাড়া নির্দেশনায় সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাথর ফেরত না দিলে অবৈধ ক্রয়-বিক্রয়, সংরক্ষণ ও পরিবহনের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী সর্বসাধারণকে প্রশাসনের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে লুট হওয়া পাথর ফেরত দেওয়ার আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×