২৫ আগস্টের মধ্যে সাদাপাথর ফেরত দেওয়ার নির্দেশ


২৫ আগস্টের মধ্যে সাদাপাথর ফেরত দেওয়ার নির্দেশ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবস্থিত পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে লুট হওয়া পাথর তিন দিনের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

২৩ আগস্ট শনিবার কোম্পানীগঞ্জ উপজেলার সর্বসাধারণের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মসন সিংহ এ সিদ্ধান্ত জানিয়ে বলেন, “সাদাপাথরের সৌন্দর্য আগের জায়গায় ফিরিয়ে আনতে আমরা আপনাদের সহযোগিতা চাই।” জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে প্রতি ওয়ার্ডের মানুষকে সাদাপাথর ফেরত দিতে হবে। যারা পাথর ফেরত দেবে না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে শনিবার বিকাল থেকে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে অবহিত করা শুরু করা হয়। তিন দিনের মধ্যে যদি কারো কাছে সাদাপাথর পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সঞ্চালনায় বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ পাথর অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে পর্যটন কেন্দ্র ও সংরক্ষিত এলাকা নির্ধারণ করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের জন্য লিজ দেয়া উচিত। তা না হলে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করা কঠিন হবে।

এছাড়া ব্যবসায়ীরা দাবি করেন, বৈধভাবে পাথর আমদানি বা ক্র্যাশিং যারা করছেন, তাদের হয়রানি বন্ধ করতে হবে এবং ক্রাশার মিলের বৈদ্যুতিক সংযোগ পুনরায় চালু করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×