কক্সবাজারে ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক এক যুবক
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৩৮ পিএম, ২২ আগস্ট ২০২৫
.png)
কক্সবাজারের রামুর মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক মাইক্রোবাস চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানিয়েছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক মাইক্রোবাস চালকের নাম মো. ইব্রাহীম (২৬)। তিনি উখিয়ার বালুখালী ইউনিয়নের পালংখালী গ্রামের বাসিন্দা এবং মো. শামসুল আলমের ছেলে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সহকারী পরিচালক মো. কবির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক কোনো তথ্য স্বীকার না করলেও গাড়িটি তল্লাশি করার সময় তেলের ট্যাংকের ভেতরে বিশেষভাবে তৈরি গোপন বক্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা।
বিজিবি আরও জানিয়েছে, আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।