এবার সিলেটের উৎমাছড়ায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার


এবার সিলেটের উৎমাছড়ায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া সীমান্ত এলাকা থেকে লুট করা প্রায় ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার, ১৯ আগস্ট, ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির একটি বিশেষ টহল দল কোম্পানীগঞ্জের আদর্শগ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ মজুদকৃত পাথর উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, উৎমাছড়া একটি প্রাকৃতিকভাবে পাথর ও বালু সমৃদ্ধ এলাকা এবং এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি অসাধু চক্র অবৈধভাবে ওই এলাকা থেকে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছিল। তবে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি, এলাকার দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং চক্রগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এসব পাথর দেশের অন্যান্য স্থানে পাচার করা সম্ভব হয়নি।

বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত পাথরের পরিমাণ প্রায় ২ লাখ ঘনফুট। পাথর উদ্ধারের পর সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল উদ্ধারকৃত পাথরের পরিমাপ ও আইনগত পদক্ষেপ গ্রহণে কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×