সিলেটে খাল থেকে ভারতীয় নাগরিকের অর্ধগলিত লাশ উদ্ধার
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ০১:২৮ পিএম, ১৫ আগস্ট ২০২৫

সিলেটের বালাগঞ্জ উপজেলার একটি খাল থেকে অবস্থায় এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে স্থানীয়রা লাশটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই খালের মাধ্যমে কুশিয়ারা নদীর পানি হাওরে প্রবাহিত হয়। ধারণা করা হচ্ছে, স্রোতের তোড়ে লাশটি সেখানে এসে ঠেকে। লাশটির মাথা ছিল না।
লাশের প্যান্টের পকেট থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, একজোড়া চাবি, ভারতীয় মুদ্রা, কয়েকটি ছবি এবং একটি ভারতীয় জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে নাম লেখা রয়েছে—গৌরাঙ্গ ঘোষ।
বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন ভূঁইয়া বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”