ময়মনসিংহে ২৪ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশঃ ১২:১০ পিএম, ১৫ আগস্ট ২০২৫

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় শিশুসহ ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।
বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত ৯টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
নগরীর কোনাচিপাড়ায় পুকুরে ডুবে মারা যায় আবু হুরায়রা (১১)। সে স্থানীয় মাদ্রাসার ছাত্র ও শফিকুল ইসলামের ছেলে। দুপুরে বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।
ব্রাক্ষ্মপল্লীতে লিলি বেগম (৫০)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি জারিফ হাসপাতালের ৬তলার আবাসিক ভবনে থাকতেন। বিকেল ৩টার দিকে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।
ত্রিশালের ফাতেমা নগরের ফসলি জমি থেকে রতন চন্দ্র দাস (২৬)-এর মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাত ও একটি হাত ভাঙা ছিল। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
ভালুকায় গাছ থেকে পড়ে মারা যান ফিরোজ মিয়া (৫৫)। তিনি তালগাছের শুকনো ডাল কাটার সময় মাথায় আঘাত পান।
নান্দাইলের হালিউড়া থেকে আসমা খাতুন (৫৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি সাইদুল ইসলামের স্ত্রী।
গফরগাঁওয়ে বানার নদে ট্রলার থেকে পড়ে নিখোঁজ রয়েছেন সেলিম (৪২)। মাজার জিয়ারতের উদ্দেশ্যে নদীপথে যাওয়ার সময় তিনি পড়ে যান। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও সেলিমের খোঁজ মেলেনি।
ফুলপুরে প্রবাসী খলিলুর রহমান ওরফে নিকেল (৪৫)-এর মরদেহ পুকুরে পাওয়া গেছে। তার গলায় ও বুকে আঘাতের চিহ্ন ছিল। স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, “হত্যার ঘটনাগুলো তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে, অধিকাংশ ঘটনায় অপমৃত্যু। এসব রোধ করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে।”