সিলেটে এক রাতে উদ্ধার ১২ হাজার ঘনফুট চুরি হওয়া সাদা পাথর


সিলেটে এক রাতে উদ্ধার ১২ হাজার ঘনফুট চুরি হওয়া সাদা পাথর

সিলেটে এক বিশেষ একরাতে অভিযান চালিয়ে চুরি ও অবৈধ উত্তোলনের মাধ্যমে হারিয়ে যাওয়া প্রায় ১২ হাজার ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে যৌথবাহিনী। জব্দকৃত পাথরগুলো পুনরায় নদীতে ফেলে দিয়ে পরিবেশ রক্ষার চেষ্টা করা হয়েছে। এর আগে অবৈধ পাথরবোঝাই একটি ট্রাক রাস্তায় আটকে দেওয়ার ঘটনা ঘটে।

গত বুধবার (১৩ আগস্ট) মধ্যরাতের পর কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথরের পাশে কালাইরাগ এলাকা থেকে এই বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়। একই সময়ে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সিলেট ক্লাবের সামনে যৌথবাহিনী একটি চেকপোস্ট স্থাপন করে আরেকটি অভিযান চালাচ্ছে।

সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের খবর অনুযায়ী, সাদাপাথর থেকে চুরি হওয়া পাথরের খোঁজে জেলা প্রশাসন তৎপর হয়ে উঠেছে। অভিযান চলাকালীন কালাইরাগ এলাকা থেকে অবৈধ উত্তোলিত ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়, যা পুনরায় নদীতে ফেলা হয়েছে। একই সঙ্গে কলাবাড়ি এলাকার পাথর ভাঙার কাজে ব্যবহৃত বেশ কয়েকটি যন্ত্রপাতির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি হওয়া পাথর ফেরত না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং চুরির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সহযোগিতা দিচ্ছে। সীমান্ত এলাকা হওয়ায় সেনাবাহিনী যেভাবে সম্ভব হয়েছে, ততটুকু অংশে গিয়ে কার্যক্রম পরিচালনা করছে।”

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “সাদা পাথর উদ্ধারে প্রশাসনের সঙ্গে সমন্বয়ে অভিযান ও চেকপোস্ট পরিচালনা করছি। অবৈধ উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিলেট ক্লাবের সামনে যৌথবাহিনীর অভিযান এখনো চলছে। অপরাধ রোধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের লক্ষ্য প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা আরও বলেন, “চুরি ও লুট হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথবাহিনীর বিশেষ অভিযানে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। চুরি হওয়া পাথর ফেরত আনার জন্য অভিযান চালিয়ে যাচ্ছি। চুরির সঙ্গে যুক্তদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এদিন একই দিনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বল্লাঘাট, ঝুমপাহাড় ও জিরো পয়েন্ট এলাকায় অবৈধ পাথর ও বালু উত্তোলন ঠেকাতে জেলা প্রশাসনের একটি অভিযান পরিচালিত হয়। সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার পলি রানী দেব নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত প্রায় ১০০টি বারকি নৌকা ভেঙে ফেলা হয়েছে এবং ১৩০ ফুট বালু জব্দ করা হয়েছে।

পলি রানী দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, “জাফলংয়ে অবৈধ পাথর উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় ১০০টি নৌকা আটক করে ভেঙে ফেলা হয়েছে। অবৈধ উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×