সাদাপাথর এলাকা থেকে পাথর উদ্ধারে অভিযান


সাদাপাথর এলাকা থেকে পাথর উদ্ধারে অভিযান

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র সাদাপাথর এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত পাথর উদ্ধারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) রাত ১২টার পর থেকে এ বিশেষ অভিযান শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, ধলাই নদীর তীরবর্তী সাদাপাথর এলাকায় পাথর চুরি বেড়ে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে পুনরায় নদীতে ফেলে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত চুরি হওয়া সব পাথর উদ্ধার না হবে, ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বলেন, “আমরা প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় রেখে এই অভিযান চালাচ্ছি। সাদাপাথর থেকে চুরি হওয়া পাথর উদ্ধার ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “যারা এই এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” সিলেট ক্লাবের সামনে এয়ারপোর্ট থানাধীন এলাকায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ এই বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×