২৪ বছর পর এমসি কলেজ ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি সামি সম্পাদক জুনেদ
- সিলেট প্রতিনিধি
- প্রকাশঃ ১১:০২ পিএম, ১১ আগস্ট ২০২৫

সিলেটের মুরারিচাঁদ কলেজ (এমসি কলেজ) শাখা ছাত্রদলের দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত সম্মেলনে সরাসরি ভোটে খান মোহাম্মদ সামি সভাপতি এবং জুনেদুর রহমান জুনেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই সম্মেলনে মোট ৬৩৯ জন ভোটার অংশ নেন।
দলীয় সূত্রে জানা যায়, সভাপতি পদে পাঁচজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী ছিলেন। সভাপতি পদে খান মোহাম্মদ সামি ১৩২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রাজিব হোসাইন সাহিদ পেয়েছেন ৭৯ ভোট। অন্য প্রার্থীরা হলেন হাবিবুর রহমান (৪৮ ভোট) ও হাবিবুর রহমান নাঈম (৪০ ভোট)। সাধারণ সম্পাদক পদে জুনেদুর রহমান জুনেদ ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছেন, তিনি পেয়েছেন ২৭৬ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হুমায়ুন রশিদ শাহ ও এহসানুল হক তালহা যথাক্রমে ১২ ও ৬ ভোট পেয়েছেন।
সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
সূত্র জানায়, সর্বশেষ ২০২১ সালের ১৮ জানুয়ারি সজিব আহমেদকে আহ্বায়ক ও মোহাইমিনুল হক তপুকে সদস্যসচিব করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে আহ্বায়ক বিদেশ যাত্রার কারণে প্রথম যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সাগরকে আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়। এর পরেও ক্যাম্পাসে কার্যক্রম চালাতে পারেনি ছাত্রদল, যা শিক্ষার্থীদের মধ্যে দলের জনপ্রিয়তা কমিয়ে দিয়েছে।
সম্মেলনের আগে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, "একাত্তরের মানবতাবিরোধী রাজনীতির বিরুদ্ধে ছাত্রসমাজের অবস্থান নেয়া আমাদের নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্ররাজনীতির কারণে শিক্ষার্থীরা আতঙ্কিত হলেও এবার শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাব।"
রাকিব আরও অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছেন। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতিটি হলে ১০ থেকে ১৫ জন করে ছাত্রলীগ কর্মী রয়েছে।