ডাকাতি মামলায় গ্রেপ্তার সিলেটে, কিশোরগঞ্জের বিএনপি নেতার বহিষ্কার


ডাকাতি মামলায় গ্রেপ্তার সিলেটে, কিশোরগঞ্জের বিএনপি নেতার বহিষ্কার

সিলেটে ডাকাতির অভিযোগে গ্রেপ্তারের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

শনিবার দুপুরে দলীয়ভাবে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত ব্যক্তি হলেন মাহফুজুর রহমান, যিনি পাকুন্দিয়া পৌর এলাকার বড়বাড়ির বাসিন্দা এবং পৌর বিএনপির সহসভাপতির দায়িত্বে ছিলেন। তিনি বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য হিসেবেও পরিচিত।

বিজ্ঞপ্তিতে মীর কামরুল হাসান লিখেছেন, “দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহফুজুর রহমানকে দল ও দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এই বহিষ্কার অনুমোদন করেন বলে দলীয় চিঠিতে জানানো হয়।

একই বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে জানানো হয়েছে, মাহফুজুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখতে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, “সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পরই তাকে বহিষ্কার করা হয়।”

মামলার এজাহার থেকে জানা যায়, ২৭ জুলাই সিলেটের এয়ারপোর্ট রোড এলাকায় ডাকাতির অভিযোগে মাহফুজুর রহমানকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয় এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। মামলাটি বিদ্যুৎ কুমার তালুকদার নামের এক ব্যক্তি দায়ের করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×