জন্মসনদ পেল ফরিদপুরে যৌনপল্লীর শিশুরা


জন্মসনদ পেল ফরিদপুরে যৌনপল্লীর শিশুরা

ফরিদপুর পৌরসভার উদ্যোগে এবং শাপলা মহিলা সংস্থার আয়োজনে শনিবার সকালে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ফরিদপুরের যৌনপল্লীর ৩৫ জন শিশুকে প্রদান করা হয়েছে জন্মসনদ। স্থানীয় সরকার বিভাগের সহায়তায় এই ব্যতিক্রমী কর্মসূচির আওতায়, পরিচয় সংকটে থাকা এসব শিশু এখন নাগরিক সুবিধা গ্রহণের অধিকার পেল।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শনিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পৌরসভার মিলনায়তনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি রথখোলা ও ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকার দুইটি যৌনপল্লীর শিশুদের হাতে জন্মসনদ তুলে দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন।

শাপলা মহিলা সংস্থার তথ্যমতে, ফরিদপুরের এই দুটি যৌনপল্লীতে ৩৮৯ জন যৌনকর্মী বসবাস করেন এবং তাঁদের সন্তান সংখ্যা ২৯৬। এর মধ্যে অনেক শিশু জন্ম নিবন্ধন না থাকায় বিদ্যালয়ে ভর্তি ও সরকারি সেবা গ্রহণে সমস্যার সম্মুখীন হচ্ছিল। জন্মসনদ বিতরণের ফলে এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ দৃষ্টিভঙ্গিতে তৈরি এই জন্মসনদগুলোতে পিতার নাম ছাড়াই শিশুর পরিচয় নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় এবং ফরিদপুর পৌরসভার মাধ্যমে এগুলো বিতরণ করা হয়।

জন্মসনদ বিতরণ অনুষ্ঠান চলাকালে ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “এই জন্মসনদের মাধ্যমে শিশুরা সকল নাগরিক সুবিধা ভোগ করবে। এছাড়া তাদের সর্বাত্মকভাবে সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, দ্য ফ্রিডম ফান্ডের বাংলাদেশের প্রতিনিধি খালেদা আক্তার, এবং শাপলা মহিলা সংস্থার উপ-নির্বাহী পরিচালক শ্যামল প্রকাশ অধিকারীসহ অনেকে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×