রাঙামাটিতে বিক্ষোভ: পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে ইউপিডিএফের তিন সংগঠনের সমাবেশ
- রাঙ্গামাটি প্রতিনিধি
- প্রকাশঃ ০৬:১৪ পিএম, ০৫ আগস্ট ২০২৫

পার্বত্য চট্টগ্রাম সমস্যার স্থায়ী সমাধান ও অবিলম্বে পূর্ণসায়ত্তশাসনের দাবি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিনটি সংগঠন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে 'জুলাই অভ্যুত্থানের এক বছর' পূর্তি উপলক্ষে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে এ কর্মসূচির আয়োজন করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)।
সমাবেশের আগে দুপুর ২টার দিকে নির্বাণপুর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক হয়ে কুতুকছড়ি বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির রাঙামাটি জেলা শাখার সভাপতি তনুময় চাকমা। বক্তব্য দেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের জেলা সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা এবং এলাকার প্রবীণ মুরুব্বি পলাশ চাকমা।
বক্তারা অভিযোগ করেন, ‘শাসন-শোষণ করে যদি টিকে থাকা যেত, তাহলে ব্রিটিশরা আজও ক্ষমতায় থাকতো। হাসিনার ফ্যাসিবাদ শাসনও তা পারেনি। আমরা মনে করেছিলাম, জুলাই অভ্যুত্থানের পর পাহাড়ে আর অন্যায় চলবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। এখনো পাহাড়ে শোষণ, নিপীড়ন থেমে নেই। নারী নির্যাতন অব্যাহত, অভিযানের নামে চলছে হয়রানি। ইউপিডিএফকে ঐক্যমতের অংশীদার হয়েও কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে, অথচ ভুঁইফোড় সংগঠনগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’
তারা দ্রুত পূর্ণস্বায়ত্তশাসনের দাবি বাস্তবায়ন করে পার্বত্য চট্টগ্রাম সংকটের স্থায়ী সমাধানের দাবি জানান।
এছাড়া সমাবেশ থেকে একই দিনে খাগড়াছড়িতে ইউপিডিএফের তিন সংগঠনের সমাবেশে হামলার নিন্দা জানানো হয় এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার দাবি করা হয়।