ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১১:৪৭ এম, ০১ আগস্ট ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শুক্রবার ভোরে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল এক যাত্রীর, আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা ব্রিজ এলাকায় মাওয়াগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ময়মনসিংহের গৌরিপুর থেকে ফরিদপুরের জাকের পার্টির দরবার শরিফের উদ্দেশ্যে রওনা দিয়েছিল আলিফ আলিফা পরিবহনের একটি বাস। ভোরের দিকে বাসটির পেছনের একটি চাকা কামারখোলা ব্রিজের কাছে ফেটে যায় এবং সেটি মেরামতের জন্য সড়কের পাশে দাঁড়ায়। ঠিক তখনই পিছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক এসে বাসটিকে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এবং কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।নিহত ব্যক্তির নাম কুদ্দুস চান মিয়া (৭০)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার বাসিন্দা। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।