চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক


চুয়াডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদায় এক যুবককে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাইদুর রহমান (৩৮) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে দামুড়হুদার দশমী এলাকার ব্রিজপাড়ায় দামুড়হুদা মডেল থানা পুলিশ এবং চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের যৌথ টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটক সাইদুর রহমান দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী এলাকার ব্রিজপাড়ার মৃত কিয়াম উদ্দিনের ছেলে। স্থানীয় বিএনপি-যুবদল ও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতেন বলে ওই সংগঠনের নেতারা নিশ্চিত করেছেন। এছাড়া তিনি ইলেক্ট্রনিক্স ব্যবসায় যুক্ত ছিলেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) হুমায়ুন কবীর বলেন, “পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সাইদুর রহমান পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

ওসি আরও জানান, “তিনি রাজনৈতিক কোনো পদে নেই বলে জানি, তবে স্থানীয় ৫নং ওয়ার্ড বাজার কমিটির সদস্য হিসেবে পরিচিত।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×